• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঝালকাঠির সিভিল সার্জনকে ওএসডি


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ১২:৪৫ পিএম
ঝালকাঠির সিভিল সার্জনকে ওএসডি

ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীকে ওএসডি করে ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (৩ জানুয়ারি) এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন ডা. রতন কুমার ঢালী।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ২৪ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে সদর হাসপাতালে যান বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল। তিনি দগ্ধ রোগীদের খোঁজ-খবর নেওয়ার সময় সিভিল সার্জন ডা. রতন কুমারকে সেখানে না পেয়ে দায়িত্বরতদের তার অবস্থান জানতে চান। তারাও সিভিল সার্জন কোথায় আছেন নিশ্চিত করতে পারেননি। এতে ক্ষুব্ধ হন বিভাগীয় কমিশনার।

নাম না প্রকাশের শর্তে ঝালকাঠি হাসপাতালের এক কর্মকর্তা বলেন, “বিভাগীয় কমিশনার হাসপাতাল থেকে বের হওয়ার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোনে বিষয়টি জানান।”

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, “বিভাগীয় কমিশনার স্যার ঝালকাঠি এসেছিলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। স্যার চলে যাওয়ার পর বিষয়টি জানতে পেরে মোবাইলে কথা বলি। এরপর দুপুরে দেখা করলেও স্যার ক্ষুব্ধ ছিলেন।”

ডা. রতন কুমার ঢালী আরও বলেন, “এরপর বিষয়টি লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানালে আমাকে ওএসডি করা হয়। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। আজ দুপুরে আমি দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। আগামীকাল ঢাকায় যোগদান করবো।”

গত ২৩ ডিসেম্বর রাত ৩টায় ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে ইঞ্জিন বিস্ফোরণে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

Link copied!