শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা নূর ইসলামের (৩৫) নামের এক ব্যক্তিকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নির্যাতিতের চাচা আলিমদ্দিন, মনিরা বেগম ও মুক্তার হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের দক্ষিণ তন্তর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, ওই গ্রামের আবু তাহের মারা যাওয়ার পর তার সহোদর ছোট ভাই আলিমদ্দিন জাল দলিল তৈরি করে কিছু জমি করায়ত্ত করেন। এ নিয়ে মৃত তাহেরের ছেলে নূর ইসলামের সঙ্গে আলিমদ্দিনের বিবাদের সূত্রপাত। এ ঘটনা মীমাংসার জন্য বেশ কয়েকবার স্থানীয় পর্যায়ে শালিস বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। একপর্যায়ে শনিবার দুপুরে আলিমদ্দিন ও তার স্ত্রী-ছেলে মিলে নূর ইসলামের বাড়িতে গিয়ে মাটি খুঁড়ে গর্ত করে। পরে বিকেলে নূর ইসলামের দুই হাত রশি দিয়ে পিঠমোড়া করে বেঁধে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখেন। এ সময় নূর ইসলামের পরিবারের লোকজন সাহায্য চাইলেও আলিমদ্দিনের ভয়ে কেউ এগিয়ে আসেননি।
খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় গ্রাম পুলিশের সহায়তায় পুঁতে রাখা নূর ইসলামকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নালিতাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, নূর ইসলামকে উদ্ধার করার পর অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি শুরু হয়েছে।