করোনা মহামারিকালীন নানান চ্যালেঞ্জ অতিক্রম করেও জনশক্তি রপ্তানিতে এবারও সারা দেশে শীর্ষ অবস্থান ধরে রেখেছে কুমিল্লা জেলা। ২০২১ সালে কুমিল্লা জেলা থেকে সর্বাধিক সংখ্যক ৬৮ হাজার ৫৩৯ জনের আন্তর্জাতিক অভিবাসন হয়েছে। যা মোট অভিবাসনের প্রায় ১১ দশমিক ১০ শতাংশ। বৈদেশিক মুদ্রা আয়ে কুমিল্লার অবস্থান রাজধানী ঢাকার পরেই। কুমিল্লায় বৈদেশিক মুদ্রা এসেছে ১ হাজার ২৫৪ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার। তবে একক জেলার অধিবাসী হিসেবে বৈদেশিক মুদ্রা আয়েও কুমিল্লাকেই শীর্ষে রাখছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।
দেবব্রত ঘোষ জানান, ঢাকায় যে পরিমান বৈদেশিক মুদ্রা এসেছে সেখানে অন্যান্য জেলার অধিবাসীদেরও অবদান রয়েছে। সেই যুক্তিতে একক অধিবাসীর জেলা হিসেবে বৈদেশিক মুদ্রা আয়েও কুমিল্লা শীর্ষস্থানে রয়েছে। প্রবাসীদের জন্য দ্রুত করোনা টিকার সংস্থান এবং সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কারণে করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করেও কুমিল্লা জেলার মানুষকে সহজে বিদেশে পাঠানো এবং কর্মসংস্থানে যোগ দিতে সহায়তা করতে পেরেছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়।
বৈদেশিক মুদ্রার সম্পর্কিত তথ্যবলি বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত বলেও জানান তিনি।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১ সালে কুমিল্লা জেলা থেকে সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিক অভিবাসন হয়েছে ৬৮ হাজার ৫৩৯ জনের যা মোট অভিবাসনের প্রায় ১১ দশমিক ১০ শতাংশ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৫ হাজার ২৪৩ জন, যা মোট অভিবাসনের ৭ দশমিক ৩৩ শতাংশ। চাঁদপুরের ২৭ হাজার ১০৭ জন, যা মোট অভিবাসনের ৪ দশমিক ৩৯ শতাংশ। এ ছাড়া কিশোরগঞ্জের ২৬ হাজার ২০, নোয়াখালীর ২৫ হাজার ৮৭৭, টাঙ্গাইলের ২৫ হাজার ২০১, চট্টগ্রামের ২৪ হাজার ৭৬৯, নরসিংদীর ২৪ হাজার ৭২১, ঢাকার ২২ হাজার ৪৩৪ এবং লক্ষ্মীপুরের ১৯ হাজার ৬৩১ জন।
রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা উপার্জনেও কুমিল্লা জেলা দেশের অন্যতম শীর্ষ। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ২০২১ সালে প্রবাসী বাংলাদেশি কর্মীদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ২২ হাজার ৭০ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে রেমিটেন্স উপার্জনে শীর্ষ ১০ জেলা ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, টাঙ্গাইল ও মৌলভীবাজার। জেলাগুলোর যথাক্রমে উপার্জন ৬ হাজার ৬৬৮ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার, ১ হাজার ২৫৪ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার, ১ হাজার ২২৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার, ১ হাজার ২০৪ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার, ৭৩১ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার, ৬৬৮ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার, ৫৫৬ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার, ৫৩৬ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার, ৪৮৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার এবং ৪৫৪ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার।
জানা গেছে, ২০২১ সালে বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় ১৬৯টি দেশে ৬ লাখ ১৭ হাজার ২০৯ জন কর্মী চাকরি নিয়ে বিদেশ যান। মহামারি করোনার প্রকোপে ২০২০ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছিল মাত্র ২ লাখ ১৭ হাজার ৬৯৯ জনের। ২০২০ সালে সামগ্রিকভাবে অভিবাসনের প্রবাহ আগের বছরের তুলনায় ৬৯ শতাংশ কমে গিয়েছিল। ২০১৯ সালে বৈদেশিক কর্মসংস্থান হয়েছিল ৭ লাখ ১৫৯ জনের।