পাবনার চাটমোহরে করিমন গাড়ি ও দুটি অটোভ্যানের ব্যাটারি চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন : শাকিল আহমেদ (২০) ও শাকিল হোসেন (১৮)।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার হান্ডিয়াল বাজার এলাকা থেকে টহল পুলিশ তাদের আটক করে।
আটক শাকিল আহমেদ ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাজোলা গ্রামের আলম হোসেনের ছেলে এবং শাকিল হোসেন একই গ্রামের আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটক দুইজন দুটি অটোভ্যানের ব্যাটারি চুরি করে। এ ব্যাটারি দুটি বহন করে অন্যত্র নেওয়ার জন্য তারা একটি করিমন গাড়িও চুরি করে। পরে চুরিকৃত করিমন গাড়িতে করে চোরাই অটোভ্যানের ব্যাটারি নিয়ে মান্নাননগর এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। রাত দেড়টার দিকে হান্ডিয়াল বাজার এলাকায় পৌঁছালে সেখানকার টহলরত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের কথাবার্তায় গরমিল দেখা দিলে পুলিশ তাদের আটক করে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রূপসী স্লুইচ গেট এলাকার বাসিন্দা অটোভ্যান চালক বাবলু হোসেন ও মুনছুর আলী তাদের ভ্যানের ব্যাটারি চুরির বিষয়টি জানতে পারেন। পরে তারা হারিয়ে যাওয়া ব্যাটারীর সন্ধান করতে থাকেন।
অন্যদিকে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাধপাড়ার বাসিন্দা সাগর হোসেনও সকালে ঘুম থেকে উঠে দেখেন তার করিমন গাড়িটি চুরি হয়েছে। তিনি তার গাড়িটি খুঁজতে থাকেন।
পুলিশ একটি করিমন গাড়ি ও অটোভ্যানের একাধিক ব্যাটারিসহ দুই ব্যক্তিকে আটক করেছেন এমন খবর পেয়ে ভুক্তেভোগীরা হান্ডিয়াল পুলিশ ফাঁড়িতে গিয়ে তাদের করিমন গাড়ি ও ব্যাটারির সন্ধান পান।
করিমন মালিক সাগর, অটোভ্যান চালক বাবলু ও মুনছুর বলেন, “রাতের কোন এক সময় তাদের গাড়ি ও ব্যাটারি চুরি হয়েছিল।”
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “করিমন গাড়ি ও দুটো ব্যাটারিসহ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।”
এ ব্যাপারে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।