জয়পুরহাট সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের আসলাম (২০), মো. রাব্বি (১৯) ও মো. রায়হান (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের কয়েকজন যুবক ওই গৃহবধূর বাড়িতে ঢুকে দলবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যান। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন গ্রেপ্তাররা।