• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লায় ৭ শতাধিক কেন্দ্রে গণটিকা


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১০:১০ এএম
কুমিল্লায় ৭ শতাধিক কেন্দ্রে গণটিকা

কুমিল্লায় ৭০১টি কেন্দ্রে করোনা প্রতিরোধে গণটিকা দেওয়া হচ্ছে। জেলায় এক দিনে তিন লাখ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শিশুদের জন্য দেওয়া হচ্ছে ফাইজার এবং প্রাপ্তবয়স্কদের দেxয়া হচ্ছে এক ডোজের আমেরিকান জনসনের টিকা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য কুমিল্লা নগরীতে অন্তত ১৭টি অস্থায়ী টিকা কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া জেলার সব কটি উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও আজ টিকা দেওয়া হচ্ছে।

এছাড়া কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে ভাসমান শিশুদের জন্য কেন্দ্রটিও সচল রাখা হবে।

এ বিষয়ে কুমিল্লা জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, “গণটিকা কার্যক্রম পরিচালনার জন্য জেলায় ৭০১টি টিকা কেন্দ্র চালু আছে। আশা করছি, আমরা আজ তিন লাখ টিকা দিয়ে কুমিল্লায় ৭০ শতাংশ মানুষকে করোনার প্রথম ডোজ টিকার আওতায় আনতে পারব। পাশাপাশি গণটিকার এই কর্মসূচি সফল করতে কুমিল্লা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিকাকেন্দ্রে নিয়োজিত রয়েছেন।”

এদিকে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত কুমিল্লা জেলায় ৬৪ শতাংশ মানুষকে করোনা টিকার অন্তত এক ডোজের আওতায় আনা হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, “শিশুদের জন্য দুই ডোজের ফাইজার টিকা দেওয়া হবে। আর যারা ভ্রাম্যমাণ ও পেশাজীবী মানুষ তারা দুই ডোজের টিকা নিয়ে যেন কোনো ঝুঁকি পোহাতে না হয়, তাদের জন্য জনসনের এক ডোজের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে আমরা আশা করছি, লক্ষ্যমাত্রা অনুযায়ী সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে।”

Link copied!