রাঙামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউশনের (বিএসপিআই) উদ্যোগে শুরু হয়েছে কারিগরি প্রতিভা মেলা।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে বিএসপিআই কারিগরি প্রতিভা মেলার উদ্বোধন হয়।
বিএসপিআই এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথি বক্তব্যে মুনতাসির জাহান বলেন, পুঁথিগত বিদ্যার বাইরে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী দক্ষতা অর্জন এবং অবদান রাখতে পারবে। তিনি আরও বলেন, সরকার কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ করছে।
এর আগে মেলা আগত অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং স্টল ও বিএসপিআইয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।