ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলশ্রোতধারায় সম্পৃক্ত করতে সারা দেশে ৩ হাজার ২৬০ কোটি টাকা ব্যয় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আতাউর রহমান।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) খাগড়াছড়িতে এক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানান তিনি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক আবু নাজের। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধীন কুমার চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেহের আফরোজ চুমকি প্রমুখ।
সভায় জানানো হয়, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-পিইডিপি-৪ এর আওতায় খাগড়াছড়ির ৭টি উপজেলায় ৪৯০টি শিখনকেন্দ্র স্থাপনের মাধ্যমে ১৪ হাজার ৭০০ শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। সারা দেশে ৩৪৫টি উপজেলা সকল সিটি কর্পোরেশনসহ ১৫টি শহর এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।