কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচারণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ফারজানা খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, ভৈরব র্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দীন মো. যুবায়ের।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আসরাফুল আলম, জেলা কমান্ড্যান্ড মুস্তাক আহমেদ, ভৈরব সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজোয়ান দিপু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা প্রমুখ।
আগামী ২৬ ডিসেম্বর ভৈরবের ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।