আইন অমান্য করে লাইসেন্সবিহীন অদক্ষ চালক ও অবৈধ ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে কুমিল্লার সড়কে দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। অধিকাংশ ক্ষেত্রে বেপরোয়া গতির বড় গাড়িগুলো ছোট যানবাহনগুলোকে চাপা দিয়ে প্রাণ কেড়ে নিচ্ছে।
কুমিল্লা হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (১৫ মার্চ) পর্যন্ত আড়াই মাসে কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ২৬টি স্থানে গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন। আর নিহতদের বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহী।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, “ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের অদক্ষতা-শারীরিক অসুস্থতা এবং ট্রাফিক আইন না মানাই দুর্ঘটনার মূল কারণ। তবে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।”
এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচংয়ে প্রাইভেটকার চাপায় রবিউল হোসেন ও আনিস নামে দুইজন নিহত হয়েছেন। গত শুক্রবার (১১ মার্চ) সকালে একই উপজেলার নাজিরা বাজার এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. দিদার হোসেন নিহত হন। একই দিনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়।
সর্বশেষ গত ১৩ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর-সাহারপাড় এলাকায় পিকআপ চাপায় নারায়ণ চন্দ্র শীল (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়।