• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘আমি একটা অঘটন ঘটিয়েছি, পুলিশ ডাকেন’


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০২:০৭ পিএম
‘আমি একটা অঘটন ঘটিয়েছি, পুলিশ ডাকেন’

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগে শাহীন আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ জানুয়ারি) গভীর রাতে পৌরসভার গুলবাদ এলাকা থেকে শাহীন আলীকে আটক করা হয়। নিহতের নাম শামীমা খাতুন (২৩)।

অভিযুক্ত শাহীনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা শ্যামপুর গ্রামে। তিনি স্ত্রী ও সাত মাস বয়সী মেয়েকে নিয়ে গুলবাদ এলাকায় ভাড়া বাসায় থাকেন।

শাহীনের বাড়িওলা সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিন দিন আগে শাহীন তার বাসা ভাড়া নেন। রোববার রাত ১২টার দিকে শাহীন এসে বলেন, “আমি একটা অঘটন ঘটিয়েছি, পুলিশ ডাকেন।” পরে তিনি (বাড়িওয়ালা) ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “আমরা শামীমার মরদেহ উদ্ধার করেছি। শাহীনকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শামীমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন শাহীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

Link copied!