মানিকগঞ্জের দৌলতপুরে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে বেলা ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, গত ৮ জানুয়ারি রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার মৃত পরশ উল্লাহ ছেলে বীরমুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের বাড়িতে একদল ডাকাত বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণলঙ্কারসহ ৪ লাখ ৩৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় সকালেই ভুক্তভোগী নুরুজ্জামান থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সুপার আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার ১০ দিনের মধ্যেই আসামিদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া উক্ত আসামিদের কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার, ১ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।