• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৬:৫১ পিএম
আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু
ছবি: সংবাদ প্রকাশ

সিলেট নগরীর গোয়াবাড়ির মোহনা আবাসিক এলাকায় একটি কলোনিতে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম শোভা রানি চন্দ (৮০)। তিনি মৃত সচিন্দ চন্দ্রের স্ত্রী।

শনিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে ওই এলাকার বাসিন্দা ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরের ৮টি কক্ষ।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভুইয়া বলেন, “আমরা বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমাদের চারটি ইউনিট রওয়ানা দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই একজন বৃদ্ধা আগুনে পুড়ে মারা যান এবং আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!