• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
ইউপি নির্বাচন

আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০১:৫০ পিএম
আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংবাদ প্রকাশ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারণার শেষ দিনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিমের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে বহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, “রাত ১২টার সময় প্রচারের শেষ দিনে তারা অফিস ঠিকমতো গুছিয়ে রেখে চলে যান। পরে স্থানীয়রা অফিসের আগুন দেখতে পায়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম অভিযোগ করে বলেন, “বিদ্রোহী প্রার্থী মো. খলিলুর রহমান ও তার সমর্থকেরা আমার অফিসে আগুন দিয়েছেন। আগুনে নৌকার পোস্টারসহ বেশ কিছু আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে।”

এ সময় বিদ্রোহী প্রার্থী মো. খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করে মো. রেজাউল করিম বলেন, “আমার ভোটারদের তিনি নানাভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। আমি প্রাথমিকভাবে জেলা প্রশাসন জেলা পুলিশ ও নির্বাচন অফিসকে অবহিত করেছি। এরপর লিখিতভাবে অভিযোগ করব।”

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার সমর্থকেরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত না।”

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!