• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্রসহ ডাকাত দলের প্রধান আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৭:৪৫ পিএম
অস্ত্রসহ ডাকাত দলের প্রধান আটক

কক্সবাজারের টেকনাফের গহীন অরণ্যে ছয়টি অস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ খায়রুল আমিন (৩৮) নামের ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খায়রুল আমিন উখিয়ার কুতুপালং রেজিস্টার ক্যাম্প-১ এর এফ ব্লকের মৃত মোস্তাফিজের ছেলে।

রোববার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫ কক্সবাজার কার‍্যালয়ের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

র‍্যাব জানায়, টেকনাফের কেরুনতলী এলাকায় খায়রুল আমিন ডাকাত গ্রুপ এক আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে তারা খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি ও ইয়াবা ব্যবসা করে আসছেন। রাত হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার আতঙ্ক সৃষ্টি করে এই ডাকাত গ্রুপ। এ তথ্যের ভিত্তিতে খায়রুল আমিনকে ধরতে গত দু-তিনমাস ধরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব।

শনিবার রাতে র‍্যাব-১৫ জানতে পারে ডাকাতদলের প্রধান খায়রুল আমিন টেকনাফ উপজেলার কাস্টমঘাট এলাকায় অবস্থান করছেন। পরে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

Link copied!