• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্রসহ গরুচোর গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৮:৫৩ এএম
অস্ত্রসহ গরুচোর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থেকে লেদু মিয়া (৪৬) নামর গরু চোর চক্রের এক হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ৬টি অস্ত্র ও ১৩ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

বুধবার (১৬ মার্চ) বিকালে  চকরিয়ার বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া থেকে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার লেদু মিয়া চকরিয়ার কোরালখালীর মৃত হাবিবুর রহমানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন জানান, গরু চোর চক্রের অন্যতম হোতা লেদু মিয়া পুরো চকরিয়া জুড়ে আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে তিনি গরু চুরি, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ৬টি দেশীয় পিস্তল ও ১৩ রাউন্ড তাজা কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরি ও ডাকাতির কথা স্বীকার করেন তিনি। 

বিল্লাল আরও জানান, গ্রেপ্তার লেদু মিয়াকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য অপরাধীদের ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে। 
 

Link copied!