নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে (১৪) অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোমবার (৭মার্চ) থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা হযরত আলী বর্তমানে পলাতক রয়েছেন। হযরত আলী উপজেলার দাসগ্রামের মৃত মারেফত আলীর ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার অধ্যক্ষ হযরত আলী মাদ্রাসায় যান। এ সময় তিনি লোক মারফত ওই ছাত্রীকে তার উপবৃত্তি সংক্রান্ত কাগজপত্রাদি সংশোধনের জন্য মাদ্রাসায় ডেকে পাঠান। পরে ছাত্রীটি আসলে ফাঁকা মাদ্রাসায় অধ্যক্ষ নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় তিনজন ছেলে জানালা দিয়ে বিষয়টি দেখে ফেললে তিনি ওই ছাত্রীকে ছেড়ে দেন। অধ্যক্ষ ও তার পরিবারের লোকজনের অব্যাহত হুমকির মুখে নির্যাতিত ছাত্রীসহ অন্যরা বিষয়টি চেপে রাখলেও ঘটনাটি প্রকাশ হয়ে পড়ে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে বিষয়টির সত্যতা মেলে। এরপর ওই ছাত্রীর মা আজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তবে তাকে আটকের চেষ্টা চলছে।