• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফকিরহাটে মাদকদ্রব্যসহ নারী গ্রেপ্তার


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৩:৫৪ পিএম
ফকিরহাটে মাদকদ্রব্যসহ নারী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে গাঁজা, ইয়াবা ও বিদেশি মদসহ ফারজানা আক্তার ইভা (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার স্বামী পালিয়ে যায়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে গ্রেপ্তার ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ফারজানা আক্তার ইভা চর রূপসার বাগমারা গ্রামের আহাদুজ্জামান শেখ ওরফে সুমনের স্ত্রী।  

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, সোমবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল-মামুনসহ পুলিশের একটি দল উপজেলার সুখদাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফারজানা আক্তার ইভাকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছে থাকা ২ কেজি গাঁজা, ২শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪টি বিদেশি মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীর স্বামী আহাদুজ্জামান শেখ পালিয়ে গেছে।

ওসি মো. আশরাফুল আলম জানান , গ্রেপ্তার নারীকে আদালতে সোর্পদ করা হয়েছে। ওই দম্পত্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামি আহাদুজ্জামান শেখকে গ্রেপ্তারের অভিযান চলছে।

Link copied!