• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুতায়িত মৃত বৃদ্ধকে উদ্ধার করতে গিয়ে দুই নারীর মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০২:৪৭ পিএম
বিদ্যুতায়িত মৃত বৃদ্ধকে উদ্ধার করতে গিয়ে দুই নারীর মৃত্যু
স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

বিদ্যুতের তারে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান এক বৃদ্ধ। ওই বৃদ্ধকে উদ্ধার করতে গিয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদরের সুরাপারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মোকছেদ মোল্লা ওরফে আংগারিয়া (৬০), তার ছেলের বউ রেশমা খাতুন (৪৫) ও ভাইয়ের বউ হাসিনা বেগম (৬৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় মোকছেদ মোল্লার বাড়িতে মেইন লাইন টানা বিদ্যুতের তারের ওপর পেঁপে গাছ ভেঙে পড়ে। ওই সময় বাড়ির পেছনে মোকছেদ মোল্লা তারের ওপর থেকে গাছ সরাতে যান। এরপর সারা রাত তার পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেও পাননি। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পান তারা। তার থেকে মরদেহ সরাতে গেলে বিদ্যুতায়িত হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার জানান, বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যান।  

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, “বিদ্যুৎ বিভাগকে বলে বিদ্যুৎ বন্ধ নিশ্চিত করে তাদের (দুই নারী) উদ্ধার করা হয়।”

Link copied!