নোয়াখালীর হাতিয়ায় মিজানুর রহমান (৩৩) নামের এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে, শনিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান (৩৩) ওই এলাকার মৃত মোস্তফিজুর রহমান চৌকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর অন্যের জমি ট্রাক্টর দিয়ে চাষ করে জীবিকা নির্বাহ করতেন। কিছু দিন আগে মিজানুর পাশ্ববর্তী এলাকায় জমি চাষ শুরু করেন। এ নিয়ে অন্য ট্রাক্টর চালকদের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। পুলিশ ধারণা করছে ওই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, “মিজান তার বাড়ি সংলগ্ন হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে প্রায়ই মোবাইলে গেম খেলতেন। শনিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ওই স্কুলে গিয়ে মিজানুরের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো.ইব্রাহীম (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”