রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার উড়াকান্দা এলাকায় জেলে শ্যাম হলদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে শ্যাম হালদার জানান, শুক্রবার ভোরে সঙ্গীদের নিয়ে সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে জাল ফেলি। সকাল ৬টার দিকে বড় আকৃতির একটি বাঘাইড় মাছটি জালে ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের রেজাউল ইসলাম রাজের একতা মৎস্য আড়তে নিয়ে যাই।
একতা মৎস্য আড়তের মালিক রেজাউল ইসলাম রাজ বলেন, সকালে পদ্মা নদীতে জেলে শ্যাম হালদারের জালে ৪৫ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়ে। এতোবড় বাঘাইড় এ মৌসুমে প্রথম ধরা পড়েছে। আমার আড়তে মাছটি নিয়ে এলে কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় কয়েকজন ক্রেতা মিলে মাছটি ৫০ হাজার টাকায় কিনে কেটে ভাগ করে নেন।
রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যে এমন বড় আকৃতির মাছ পাওয়া যায়। এ মৌসুমে এ ধরনের মাছগুলো জেলেদের জালে বেশি ধরা পড়ে।