• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ০৫:১২ পিএম
প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

বাগেরহাটের রামপাল উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের রনসেন মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত মোটরসাইকেলচালকের নাম পরিচয় জানা যায়নি। অপরজনের নাম হারুন-অর-রশীদ (২৭)। তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট কারের চালক পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!