• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব আটক


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৯:৫৮ এএম
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব আটক
মাকসুদুর রহমান মাসুদ খন্দকার

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে পাবনা শহরের রাঘবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী। তিনি জানান, মাসুদ খন্দকারকে আটক করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ মন্টু বলেন, “চলমান আন্দোলন কর্মসূচি বানচালের জন্য সরকার নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। কিন্তু তাদের আশাপূরণ হবে না। জনগণ এই সরকারকে বিদায় করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। ইতোমধ্যে আমাদের পাবনা জেলার ৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।”

Link copied!