আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
আলহাজ মোরশেদ আলম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে নারীদের মূল্যায়ন করা হচ্ছে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে এ নারীদের আরও মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে, আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিলে আপনারা সবধরনের সুযোগ সুবিধা পাবেন।”
স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজকে সেনবাগে আওয়ামী লীগে আওয়ামী লীগে বিভক্ত। এটার প্রয়োজন নেই। সেনবাগে গত ৯বছরে আওয়ামী লীগের মধ্যে আমি যে লুকোচুরি খেলা দেখেছি। এটাতো তারাই তাদের ঠকিয়েছে। আপনারা দলে বিভক্তি করে দলকে দুর্বল করবেন না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি এক সঙ্গে থাকে, এক যোগে কাজ করে, তাহলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছেন। যদি ওনার জন্ম না হতো তাহলে আপনারা স্বাধীন বাংলাদেশ পেতেন না। প্রধানমন্ত্রী দেশে নানা ধরনের ভাতা চালু করেছেন। যাদের ঘর নেই, তাদের ঘর দিয়েছেন।”
ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সামছুদ্দিন রিয়াদ, ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী, আবদুল মমিন, আবদুর রব বাচ্চু প্রমুখ।