• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

‘রক্ত দিয়ে হলেও এই সরকারের অধীনে নির্বাচন হতে দেবো না’


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৭:১০ পিএম
‘রক্ত দিয়ে হলেও এই সরকারের অধীনে নির্বাচন হতে দেবো না’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, “বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই সরকারের অধীনে নির্বাচন হতে দেবো না।”

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এক পদযাত্রায় তিনি এমন মন্তব্য করেন।

আমানুল্লাহ আমান বলেন, “এ অবৈধ সরকার যে স্বপ্ন দেখছে ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচন করবে, সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে৷ আগের মত নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না৷ বুকের তাজা রক্ত দিয়ে হলেও হাসিনার অধীনে নির্বাচন হতে দেব না৷ ভয় পাবেন না, কোন ধরণের ভয়ে থাকবেন না৷ বীরেরা একবার মরে আর কাপুরুষেরা বারবার৷ আমরা সকলে বীর৷ জান দেবো মান দেবো না।”

প্রশাসনের কর্মকর্তাদের ইঙ্গিত দিয়ে আমান আর বলেন, “আপনার নিরপেক্ষ ভূমিকা পালন করবেন৷ আগের মত নির্বাচন আর করতে দেওয়া হবে না৷ আপনারা নিরপেক্ষ থেকে একটা বৈধ সরকার শাসন নিশ্চিত করে দিন৷ জনগণের কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন৷”

বর্তমান সরকারকে ভোট ডাকাত উল্লেখ করে আমানুল্লাহ আমান বলেন, “শেখ হাসিনার বিদায় না দিয়ে কর্মসূচি বন্ধ হবে না৷ আল্লাহর নাম নিয়ে সামনে আমাদের এগিয়ে যেতে হবে৷ বিজয় আমাদের অতি সন্নিকটে৷ জনগণের প্রতি এ সরকারের কোন সহমর্মিতা নেই৷ জনগণের কোনো কথা এ সরকার চিন্তা করে না৷ কারণ হলো এ সরকার জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার নয়। ভোট ডাকাতি করে সরকার হয়েছে৷ তা আর এ বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না।”

আওয়ামী লীগের কোমড় ভেঙ্গে গেছে জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, “স্মার্ট বাংলাদেশের কথা বলে তাদের মঞ্চ ভেঙ্গে গেছে। শুধু তাদের মঞ্চ ভাঙেনি, আওয়ামী লীগের কোমড়ও ভেঙ্গে গেছে৷ তারা আর উঠে দাড়াতে পারবে না৷ তারা কথায় কথায় খেলা হবে খেলা হবে বলেন৷ অথচ তারা নিরপেক্ষ রেফারি দিতে চান না৷ এতে কখনো নিরপেক্ষ খেলা হতে পারে না।”

এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, তারেক আদনান, জেলা যুবদলের সভাপতি আবু নুর, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু ও জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

Link copied!