• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

নৌকা নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতাকর্মীরা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১১:১০ এএম
নৌকা নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতাকর্মীরা

সকাল থেকেই প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে দূরদূরান্ত থেকে জনসভাস্থলে ভিড় করছেন সাধারণ মানুষ। নির্ধারিত সময়ের আগেই জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ সাড়ে চার বছর পর প্রধানমন্ত্রীর এ জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ায় খুশি তার নিজ নির্বাচনী এলাকার মানুষেরা।

জনসভাস্থল ঘুরে দেখা যায়, হাতে ছোট ছোট নৌকা নিয়ে নারী-পুরুষ উভয়ই ভোর থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন। বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। জনসভা সফল করতে ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা শুরু করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

স্থানীয় নেতাদের দেওয়া নানা রঙের টি-শার্ট ও ক্যাপ পরে জনসভা মাঠে ঢোকেন তারা। সকাল ৯টার মধ্যে মাঠ ভরে যায়। নেতাকর্মীরা বাস, ট্রাক, লেগুনা, মোটরসাইকেলসহ নানাভাবে আসছেন। প্রায় ২০ লাখ মানুষ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

স্থানীয় এক নেতা বলেন, “আমাদের ঘরের মেয়েকে বরণ করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কখন আসবেন আমাদের নেত্রী, কখন আসবেন আমাদের মেয়ে। ইনশা আল্লাহ এ জনসভা সুন্দর এবং সফল হবে।”

Link copied!