• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ১২:৪৮ পিএম
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীতে দুই দেশের ছুটির কারণে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি ও বন্দরের কার্যক্রম। শনিবার (২০ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দর দিয়ে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ভারতে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, বাংলাদেশ ও ভারতে জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ আছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের কার্যক্রম হবে না। শনিবার সকাল থেকে ফের স্বাভাবিক বাণিজ্য শুরু হবে। 

Link copied!