• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের ২ কর্মচারী নিহত


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২২, ০১:৫১ পিএম
মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের ২ কর্মচারী নিহত

বান্দরবানের থানচিতে মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার জীবননগর এলাকার ঢালুতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর সড়কের ঢালে পর্যটকবাহী একটি কালো রঙের এক্সনোয়াহ মাইক্রোবাস রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৮ পর্যটক আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

ঘটনাস্থলে নিহত কর্মচারীর নাম জানা যায়নি। হাসপাতালে মারা যাওয়া কর্মচারীর নাম হামিদুল ইসলাম। আহতরা হলেন বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী ওয়াহিদ, জয়নাল, মিলন, মঞ্জুর, রাজিব, আব্দুল মালেক ও চালক ফারুক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানচি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সত্যব্রত চাকমা জানান, গাড়িটি বান্দরবান থেকে থানচি যাচ্ছিল। আহত পর্যটকদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

Link copied!