• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

চট্টগ্রামে এনসিপির সমাবেশ শুরু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৬:২০ পিএম
চট্টগ্রামে এনসিপির সমাবেশ শুরু

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। 

রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়ার এ সমাবেশে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশে বক্তব্য দিচ্ছেন এনসিপির চট্টগ্রামের নেতারা। 

জানা গেছে, সারা দেশে ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার দুপুরে রাঙামাটিতে কর্মসূচি পালন করে এনসিপি। বিকেলে বিপ্লব উদ্যানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ জাতীয় নেতাদের যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম জানান, এনসিপির কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে শেষ করা যায়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে, এনসিপির সমাবেশ ঘিরে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) সদস্যদের মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ ও কক্সবাজারের কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটির সমাবেশকে সামনে রেখে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!