• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০২:৩৩ পিএম
ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের সালথা উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান মাহি (২১) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-সালথা সড়কের নারানপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী মাগুরার মোহাম্মদপুর থানার দিঘা ইউনিয়নের চিত্তশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। আহত মেহেদী হাসান একই ইউনিয়নের নাগরা গ্রামের বাসিন্দা। তারা দুই জনই সালথায় রিসডা বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) তন্নয় চক্রবর্তী বলেন, মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী ও মেহেদী হাসান মাহি একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তারা মোটরসাইকেলযোগে সালথা বাজার থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে নারানপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসআই তন্নয় আরও জানান, এতে ঘটনাস্থলেই মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী নিহত হন। আহত মেহেদী হাসান মাহিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Link copied!