• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননী


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৯:৪০ এএম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননী

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অবস্থান নিয়েছেন এক নারী। ভুক্তভোগী ওই নারী তিন সন্তানের জননী। এদিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রেমিক আবুল হোসেন।

শনিবার (১৪ অক্টোবর) থেকে প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি।

অভিযুক্ত আবুল হোসেন কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামের আব্দুল হালিমের ছেলে।

ভুক্তভোগী নারী বলেন, “সাত বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে। এখন বিয়ের কথা বললে আবুল হোসেন নানা টালবাহানা করছে। এখন কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান করছি। আবুল হোসেন গা ঢাকা দিয়েছেন।”

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!