পাবনায় রেজাউল হাকিম রেঙ্গুন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) শহরের গোবিন্দা এলাকার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
রেঙ্গুন পৌরসভার কৃষ্ণপুর এলাকার চেয়ারম্যানের গলির মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের চাচাতো ভাই।
পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের পেছনে অফিসার্স কলোনির পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন রেঙ্গুন। ভোরে পুকুরপাড়ের বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।