ফেনীতে পৃথক অভিযান চালিয়ে বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে ও রোববার (১১ ও ১২ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক এবং পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে জাকির হোসেন জসিম গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া অন্য আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে।
ওসি শহীদুল ইসলাম জানান, সম্প্রতি অবরোধের নামে নাশকতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।