দিনাজপুরে একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার মেশিন থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাতাসাগর এলাকার মোহাম্মদ আলী কটন মিলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে হঠাৎ করেই গুদামে থাকা একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন মেশিনের পাশে থাকা একটি তুলার স্তুপে লেগে যায় এবং একে একে পাশের তিনটি ঘরের তুলাতে সেই আগুন ছড়িয়ে পরে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা মেহেফুজ তানজিল। তিনি বলেন, “মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রায় ২ ঘণ্টা চেষ্টায় দুপুর আড়াইটায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় তেমন হতাহত হয়নি।”