• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

৬০ টাকার ডাব দেড়শতে বিক্রি করায় জরিমানা ১ হাজার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৮:৪৬ পিএম
৬০ টাকার ডাব দেড়শতে বিক্রি করায় জরিমানা ১ হাজার

ডাবের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ফরিদপুরে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের চকবাজার ও ঝিলটুলী এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় ৬০ টাকায় ক্রয়কৃত ডাব ১৫০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়ায় শহরের ডায়াবেটিস হাসপাতালের সামনে সুমন সরকার নামের এক বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চকবাজার ফলপট্টির সামনে ডাবের দাম তদারকিতে ডাবের দাম ১৫০ টাকা থেকে ৮০ টাকায় নেমে আসে।

একইদিন পেঁয়াজসহ নিত্যপণ্যের দোকানেও অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় শহরের চকবাজারে পেঁয়াজের বাজার দর, সরবরাহ ও মজুদ পরিস্থিতি তদারকির পাশাপাশি পণ্য ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে বায়েজিদ নামের এক ব্যক্তিকে ১ হাজার টাকা ও আলামিন নামের আরেক দোকানীকে ১ হাজার জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খানসহ জেলা পুলিশের ১টি দল ও সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!