• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পিকআপের ধাক্কায় নির্মাণ শ্রমিক নেতা নিহত


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ১০:৪০ এএম
পিকআপের ধাক্কায় নির্মাণ শ্রমিক নেতা নিহত
ছবি : প্রতীকী

নীলফামারীতে পিকআপের ধাক্কায় আইয়ুব আলী (৬০) নামের রিকশা আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশাচালক নুর ইসলাম।

শনিবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আইয়ুব আলী পৌর শহরের উকিলের মোড় কুখাপাড়া এলাকার মৃত বছদ্দি মাহমুদের ছেলে। তিনি নীলফামারী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি। আহত রিকশাচালক নুর ইসলাম পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অফিসের কাজ শেষে চৌরঙ্গী মোড় থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। নীলফামারী জেনারেল হাসপাতালে এলাকায় পৌঁছানো মাত্র পেছন থেকে একটি পিকআপ রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশা উল্টে চালকসহ আইয়ুব আলী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব মারা যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, “পিকআপভ্যানের ধাক্কায় একজন রিকশা আরোহী নিহত হয়েছেন। পিকআপভ্যানসহ চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।”
 

Link copied!