• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৯:৪৯ এএম
সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত এক যানের ধাক্কায় হীরা হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হীরা হোসেন উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিব বলেন, রাতে হীরা হোসেন উল্লাপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে তার গ্রামে বাড়ি যাচ্ছিলেন। উপজেলার শ্রীখোলা মোড়ে পৌঁছলে অজ্ঞাত এক যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে বাড়ি চলে যায়।

Link copied!