• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মেশিন চালু রেখে আবর্জনা পরিষ্কার, প্রাণ গেল কিশোরের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৭:৩৭ পিএম
মেশিন চালু রেখে আবর্জনা পরিষ্কার, প্রাণ গেল কিশোরের

ফরিদপুরের সালথায় পাওয়ার টিলার মেশিন চালু রেখে লাঙ্গলের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে মো. জুবায়ের শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের ফসলি জমির মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের সোনাতুন্দী গ্রামের দিনমুজুর মো. শাহিদ শেখের ছেলে।

নিহতের পরিবার জানান, মজুরিতে প্রতিবেশীর পাওয়ার টিলার মেশিন চালাতো জুবায়ের। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তিনি পাওয়ার টিলার মেশিন নিয়ে জমি চাষ করতে যায়। একখণ্ড জমি চাষ দেওয়ার পর পাওয়ার টিলার মেশিন চালু রেখে লাঙ্গলের আবর্জনা পরিষ্কার করা শুরু করে জুবায়ের। এসময় তার হাত লাঙ্গলে জড়িয়ে দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জুবায়ের পরিবার অনেক গরিব। তাই পড়ালেখা বাদ দিয়ে জীবিকার তাগিদে সে পাওয়ার টিলার মেশিন চালাতো।

Link copied!