পাবনা বেড়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ধারাল অস্ত্রের আঘাতে মোজাহার মোল্লা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মোজাহার মোল্লা বেড়া উপজেলা সদরের বড় পায়না মহল্লার মৃত হারুন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, স্কুলে ছোট ছেলেদের খেলা নিয়ে বুধবার (১৫ নভেম্বর) কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে মোজাহার মোল্লার বাড়িতে হামলা চালানো হয়। এতে ধারাল অস্ত্রের আঘাতে মোজাহার মোল্লাসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার মোজাহার মোল্লাকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।