• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পাবনায় বিএনপির বিক্ষোভ, বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০২:৪২ পিএম
পাবনায় বিএনপির বিক্ষোভ, বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর

পাবনায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাসসহ দুটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ নভেম্বর) সকালে পাবনা শহরে দই বাজার মোড় ও বাঁশবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনে পাবনা শহরের বিক্ষোভ মিছিল করে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়।

এসময় বড় বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভাঙচুরসহ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে শহরের বাঁশবাজার এলাকায় হরতাল সমর্থনে পিকেটিং করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Link copied!