• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৯:০৮ এএম
নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ উদ্ধার
নিহত অটোচালক মো. আবছার

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের তিনদিন পর মো. আবছার (২২) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী রয়েল টিউলিপ সংলগ্ন শফির বিল এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো. আবছার একই ইউনিয়নের মাদারবনিয়া এলাকার ফরিদ আলমের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালের পর আবছার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন। তাদের কাছে খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত আবছারের বাবা ফরিদ আলম বলেন, “শুক্রবার সকালে স্থানীয় কিছু লোক সারা দিনের জন্য অটোটি ভাড়া করে এবং আমার ছেলে গাড়ি নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। রাত ৮টার দিকে তার সাথে ফোনে কথা হলেও এর আধঘণ্টা পর মোবাইল বন্ধ পাওয়া যায়। ওইদিন রাতেই উখিয়া থানায় সাধারণ ডায়েরি করি।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলাও প্রক্রিয়াধীন।

Link copied!