• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৩:৩৭ পিএম
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক  ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক বলেন, শনিবার সকালে বড়দারোগাহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এসময় পেছনের ট্রাকের চালকের সহকারী ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

ওসি আলমগীর হোসেন জানান, ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Link copied!