• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

নৌকা নিয়ে সম্মেলন মাঠে জেলে আক্কাস


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০২:১৫ পিএম
নৌকা নিয়ে সম্মেলন মাঠে জেলে আক্কাস

ছোটবেলা থেকে বঙ্গবন্ধুকে ভালোবাসেন উপকূলীয় জেলা বরগুনার জেলে আক্কাস মৃধা (৪৫)। কিশোর বয়স থেকেই নিজ জেলাসহ পার্শ্ববর্তী যেকোনো জেলায় আওয়ামী লীগের সমাবেশ বা অনুষ্ঠানের খবর পেলেই সেখানে নিজের বানানো নৌকা মাথায় নিয়ে হাজির হন তিনি।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনার সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগের সম্মেলনে আক্কাস মাথায় করে ঘুরছিলেন নিজের তৈরি একটি নৌকা নিয়ে।

আক্কাস মৃধার বাড়ি বিশখালী নদীর তীরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামে। তিনি রাজনৈতিক দলের কোনো পদ পদবি আশা করেন না। পেশায় একজন জেলে হলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন বলেই নিজের তৈরি জলের নৌকা নিয়ে হাজির হন তিনি।

আক্কাস মৃধা সংবাদ প্রকাশকে বলেন, “মুই কোনো পদ-পদবির লইগ্যা নৌকা লইয়া ঘুরি না। গাঙ্গে মাছ ধরা থুইয়া আওয়ামী লীগের সম্মেলনের খবর পাইয়া আজ আইছি। এর একটাই কারণ, মুই ছোটকাল হইতেই বঙ্গবন্ধুরে মনে প্রাণে ভালোবাসি।”

দীর্ঘ ৮ বছর পর আজ (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে বরগুনা সার্কিট ময়দানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Link copied!