• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৫:২৯ পিএম
শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে মো. ছালাউদ্দিন (৩১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন ছালাউদ্দিনকে ডেকে নিয়ে হত্যা করেছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর বাগ্গা এলাকায় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মো. ছালা উদ্দিন উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্গ্যা গ্রামের আতর আলীর ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে ছালাউদ্দিনকে রোববার রাতে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে।

নিহত ছালাউদ্দিনের স্ত্রী আজিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে গেছে পুলিশ।

নিহতের বড় ভাই আবুল বাসার অভিযোগ করে বলেন, চার-পাঁচদিন আগে পারিবারিক বিষয়ে মনোমালিন্যের এক পর্যায়ে ছালাউদ্দিন স্ত্রী আজিমা খাতুনকে চড়-থাপ্পড় দেন। যার জের ধরে তিনি (স্ত্রী) বাবার বাড়িতে চলে যান। রোববার রাতে আজিমা খাতুন ফোন করে দুই সন্তানের দিকে তাকিয়ে সংসার টিকিয়ে রাখার অনুরোধ জানিয়ে ছালাউদ্দিনকে শ্বশুর বাড়িতে যেতে বলেন। এরপর রাত ১১টার দিকে তার ছালাউদ্দিন শ্বশুর বাড়িতে যান। সকালে আজিমা খাতুনের বড় বোন ফোন করে জানান, ছালাউদ্দিন ফাঁস নিয়েছেন।

এদিকে নিহত ছালা উদ্দিনের স্ত্রী আজিমা খাতুন দাবি করেন, রোববার রাতে তার স্বামী তাকে ফিরিয়ে নিতে তাদের বাড়িতে আসেন। কিন্তু তখন তিনি বাড়িতে ছিলেন না। সকালে তিনি বাবার বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতর তার স্বামীর লাশ ঝুলছে। তখন তিনি চিৎকার দিয়ে ঘটনাটি বাড়ির লোকজনকে জানান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সকালে পুলিশ শ্বশুর বাড়ি থেকে জামাতা ছালাউদ্দিনের লাশ উদ্ধার করেছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরিকালে নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!