• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে অর্থদণ্ড মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০১:২৩ পিএম
ফরিদপুরে অর্থদণ্ড মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ টাকা অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ ইকবালকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হবে।

এর আগে, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সৈয়দ ইকবালকে গ্রেপ্তার করা হয়।

ইকবাল উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের মৃত হাবিবুল হকের ছেলে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, “ইকবালকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রোববার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।” 

Link copied!