• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

এক কনের বিয়েতে ৭০ বর এসে হাজির!


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১২:২৬ পিএম
এক কনের বিয়েতে ৭০ বর এসে হাজির!

বিয়ে একজনের। কিন্তু একসঙ্গে ৭০ বর বিয়েবাড়িতে? এতে বিপাকে পড়ে কনেপক্ষ। কে আসল বর, বোঝার উপায় নেই। সবার মুখে ‌‌‘আমার বিয়ে, আমার বিয়ে’ স্লোগান। শুনতে অবাক লাগলেও মুন্সিগঞ্জে এমন ঘটনা ঘটেছে। বিয়েকে আনন্দমুখর আর স্মরণীয় করতেই এমন আয়োজন করেন বরের বন্ধুরা।

শুক্রবার (৬ জানুয়ারি) টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সঙ্গে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালির বিয়েকে স্মরণীয় রাখতেই এমনটা করা হয়েছে।

জানা গেছে, বিয়েতে আসা বরযাত্রীর বাইকের বহরে সবাই পড়েছে শেরওয়ানি-পাগড়ি। বর সেজে একসঙ্গে ৭০ জন হাজির হন কনেবাড়িতে। এ সময় গেট আটকে বিপাকে পড়েন কনেপক্ষ। কে আসল বর, বোঝা উপায় নেই। সবার মুখে ‘আমার বিয়ে, আমার বিয়ে’ স্লোগান ছিল।

বহু বরের উপস্থিতি ঘিরে দিনভর উল্লসিত বিয়েবাড়ি। এক বরযাত্রীতে এত বর দেখে অবাক হন কনেবাড়ির লোকজনসহ আগত অতিথিরা। ভিন্ন রকম অভিজ্ঞতায় বিয়ের আয়োজনে শামিলদের আনন্দের মাত্রা ছিল বহুগুণ।

Link copied!