• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যাম্পের বাইরে থেকে ৬১ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৯:১৫ এএম
ক্যাম্পের বাইরে থেকে ৬১ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার থেকে বুধবার (২৯ ও ৩০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দুই দিনে ক্যাম্প থেকে পালিয়ে আসা ও বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ মোহাম্মদ আলী বলেন, চোরাই পথে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। তারা ক্যাম্প এলাকা থেকে বের হয়ে কক্সবাজারের বিভিন্ন গ্রামগঞ্জে স্থান করে নিচ্ছে এবং জড়িয়ে পড়ছে নানা অপরাধে। অপরাধ ঠেকাতে উখিয়া থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ওসি বলেন, রোহিঙ্গাদের অনেকেই উখিয়ায় টমটম, সিএনজি ও বিভিন্ন মালবাহী যানবাহন চালাচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা শিশুর সংখ্যা বেশি। ফলে দুর্ঘটনাও ঘটছে। দুর্ঘটনা কমাতে ও রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া ঠেকাতে পুলিশের বিশেষ এ অভিযান চলমান থাকবে। এ ছাড়া কক্সবাজার-টেকনাফ মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে অপ্রাপ্তবয়স্ক চালকদের আইনের আওতায় আনা হচ্ছে।

Link copied!