• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে একদিনে ডেঙ্গু আক্রান্ত ৫০ জন


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ০৩:২২ পিএম
টাঙ্গাইলে একদিনে ডেঙ্গু আক্রান্ত ৫০ জন

সারা দেশের মতো টাঙ্গাইলে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রোববার (১৩ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯৭৯। এদিকে জেলা শহরের বাইরে গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ১৯ জন, নাগরপুরে ৯ জন, কালিহাতীতে ৩ জন, মধুপুরে ৪ জন ও ধনবাড়ী উপজেলায় ৪ জন।

জেলার সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, “জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮২৫ জন। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন রোগী। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে ।”

মিনহাজ উদ্দিন আরও বলেন, “বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”   

Link copied!