• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০২:৩৬ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
ফাইল ফটো

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ২৬২ জন রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮১০ জন চিকিৎসাধীন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারপাড় এলাকার নিখিল সরকারের ছেলে সমীর সরকার (২২), একই উপজেলার গঙ্গাবর্দী এলাকার মো. রাকিবুলের স্ত্রী সানজিদা বেগম (২৭), জেলার বোয়ালমারী উপজেলার বনগ্রাম এলাকার আবু বক্কারের স্ত্রী জয়নব বেগম (৫৫), সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকার মো. হযরতের স্ত্রী লাবনী বেগম (২৫) এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মৃত শুভ বিশ্বাসের ছেলে মধুসূদন বিশ্বাস (৭৫)।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৫৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫ জন। এর মধ্যে ১০ হাজার ১৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!