• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মাদক কারবারির পেটে মিলল ৪ হাজার পিস ইয়াবা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৯:২১ এএম
মাদক কারবারির পেটে মিলল ৪ হাজার পিস ইয়াবা

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে অলি উল্লাহ (৫১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার দেওয়া তথ্য অনুসারে পেট থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়।  

অলি উল্লাহ একই এলাকার মৃত ফজর আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অলি উল্লাহকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিশেষ কায়দায় তার পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাইজদী মা ও শিশু হাসপাতালে এক্স-রে রিপোর্টের মাধ্যমে তা শনাক্ত করা হয়। পরে ডাক্তারের পরামর্শে তার পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অলি উল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

Link copied!